রাজউক এখন ঘুষ ও উৎকোচের কারখানায় পরিণত হয়েছে

রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) এখন ঘুষ ও উৎকোচের কারখানায় পরিণত হয়েছে বলে ‘গেজেটকৃত ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ: পর্যালোচনা, মূল্যায়ন ও প্রতিক্রিয়া’ শীর্ষক অংশীজন সম্মেলনের বক্তারা মন্তব্য করলেন। বক্তারা সেখানে আরো বলেন, ঘুষ দিলে ভুল প্ল্যান পাস হয়ে যায়।

আজ সোমবার স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে এ অংশীজন সম্মেলনে নগরবিদ, গবেষক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ড্যাপ গেজেটভুক্ত হয়েছে কিন্তু এখানে অনেক ভুল রয়ে গেছে। এখানে বলা হয়েছে, ঢাকার ৬৪ শতাংশ ভবন হবে এক থেকে দোতলা। এটা একটা ভুল সিদ্ধান্ত। এতে করে বাড়ি মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা আরো বলেন, ড্যাপের এমন পরিকল্পনার কারণে মানুষ অবৈধভাবে ভবন বানাবে বেশি। এ ছাড়া ঘুষ দিয়ে প্ল্যান পাসের প্রবণতাও মারাত্মক রকম বাড়বে।

ঘুষ দিয়ে ভুল প্ল্যান পাস করার কারণে ড্যাপের কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান বক্তারা।