খুলনা মেডিকেল কলেজে আইসোলেশনে থাকা ৬ মাসের শিশুর মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা ৬ মাসের একটি শিশু মারা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের করোনাইউনিটের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বাংলাদেশ বলেন, মারা যাওয়া শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। গত রাতে তার মৃত্যু হয়। তার করোনাভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে বিকেল ৩টায় শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বিকেল ৫টায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তার বাড়ি মহানগরীর খালিশপুর ক্রিসেন্ট গেট এলাকায়।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।