যেসব জেলায় একশ’র ওপরে করোনা রোগী শনাক্ত

আজ সোমবার পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৭৯ জন, মোট মারা গেছেন ১০১ জন। মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।

এরই মধ্যে দেশের ৫৫ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। তবে কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে একশ’র ওপরে।

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়ণগঞ্জে মোট ৪১১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩০ জন।

এদিকে, রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের হিসাবে ১৯ এপ্রিল পর্যন্ত ১০০ এর বেশি রোগী যেসব জেলায় পাওয়া গেছে সেসব জেলাগুলো হলো ঢাকায় ৯৭৪ জন, নারায়ণগঞ্জে ৩৮৬ জন, গাজীপুরে ১৭৩ জন, নরসিংদীতে ১০৫ জন। এ ছাড়া কিশোরগঞ্জে হঠাৎ সংক্রমণ বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।