কোভিড-১৯ঃ মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

মেহেরপুরে প্রথম একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী করোনায় আক্রান্ত ওই রোগী ব্র্যাকের যক্ষ্মা প্রতিরোধ বিভাগে কর্মরত। উপজেলা প্রশাসন ওই বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বুধবার সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.উসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তির বাসার মালিক বলেন, চার মাস আগে সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করে সপরিবারে আমার বাসায় ভাড়া থাকা শুরু করেন ব্র্যাকের ওই কর্মী। তার শরীরে কোনো প্রকার উপসর্গ ছিল না। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। রিপোর্ট পজিটিভ আসায় বুধবার সকালে বাড়িটি লকডাউন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই। আক্রান্ত ওই ব্যক্তি এক সপ্তাহে কার কার সঙ্গে মিশেছেন তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।