লালমনিরহাটে কর্মহীনদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিল সেনাবাহিনী

লালমনিরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন গুচ্ছগ্রামের মানুষরা। তাই তাদের বাড়িতে বাড়িতে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর লালমনিরহাট ইউনিট প্রধান অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমানের নেতৃতে গুচ্ছগ্রাম গুলোতে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও লালমনিরহাটে ৫টি উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন, অসহায়-নিঃস্ব মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর দেওয়া সহায়তার মধ্যে হাত ধোঁয়ার জন্য সাবান, চাল, আলু, আটা, তেল, লবণ এবং পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, করোনাভাইরাসের কারণে বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের খোঁজ-খবর নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও সামনে রোজার মাসকে লক্ষ্য করে ইফতার সামগ্রী দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।