দেবিদ্বারে প্রাণঘাতী করোনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারী (৩৮) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারীর ছেলে। আজ শুক্রবার তাকে নিজ বাড়ির কবররস্থানে দাফন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বারে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

জামাল হাজারীরর পরিবার ও দেবিদ্বার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (৭ মে) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবির জানান, গত ৫ মে তার স্যাম্পল সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার বিকালে তিনি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করি। ২৫ মিনিট পর তাকে বহনকারী এম্বুলেন্স হাসপাতালে ফিরে আসলে কর্তব্যরত ডা. রবিউল হাসান তাকে মৃত ঘোষণা করেন।