কাজিপুরে করোনায় খোলা স্কুল-কোচিং! সিলগালা করে জরিমানা

কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখা এবং কোচিং করানোর দায়ে মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল সিলগালা করা হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ওই বিদ্যালয়ে গ্রাম পুলিশ ও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান।

এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলার রূপসা স্কুলের বিএসসি শিক্ষক ও ওই কিন্ডারগার্টেনের পরিচালক বাবলু বিএসসিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ও স্কুলটি সিলগালা করে দেন।