সুনামগঞ্জে জমির বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পল্লীতে সতভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন দুলাল মিয়া (৩০) নামের এক ভাই। বিরোধকৃত জমিতেই ধারালো দা দিয়ে ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘাতক ভাই রাসেল মিয়াকে (২৬) আটক করেছে। শনিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে দুলাল মিয়া ও রাসেল মিয়া। সম্পর্কে তারা সতভাই। দুলাল মিয়ার মা মারা গেছেন কয়েক বছর আগে। রাসেল মিয়ার মা এখনো জীবিত আছেন। এই দুই ভাই আলাদাভাবে পৃথক ঘরে বসবাস করছিলেন। জানা গেছে, গত শুক্রবার দুলাল মিয়ার বসতঘরের পাশে রাসেল মিয়া একটি টয়লেট নির্মাণ করতে চাইলে দুলাল মিয়া বাধা দেন।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে গ্রামের পাশে পৈত্রিক বিরোধকৃত জমিতে একা পেয়ে রাসেল মিয়া ধারালো দা দিয়ে দুলাল মিয়াকে এলোপাতারি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে মারা যান দুলাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন রাসেল মিয়াকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং রাসেল মিয়াকে থানায় নিয়ে আসে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। পুলিশ রাসেল মিয়াকে আটক করেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।