সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ফের বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত অঞ্চলের কালাইরাগে ভারতীয় খাসিয়া অধিবাসীদের গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলাত সীমান্তবর্তী কালাইরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপাল বিশ্বাস উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের শাতাল শান্তিপুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড ৪৮ ব্যাটালিয়নের কোম্পানীগঞ্জ কালাইরাগ সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হারিছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের ১২৫১ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। জানা যায়, শনিবার গোপাল বিশ্বাসসহ দুই-তিনজন কাজের উদ্দেশ্যে সীমান্ত পেরোতে যায়। সে সময় ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালালে বাবুল বিশ্বাস গুরুতর আহত হন। পড়ে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে আছে। গোপাল বিশ্বাসের অপর সঙ্গীদের ব্যাপারে কিছু জানা যায়নি বলে জানান ওসি।

এর আগে গত ১০ জুন সিলেটের গোয়াইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৪) নামে আরও একই বাংলাদেশি তরুণ নিহত হন।