ব্রাহ্মণবাড়িয়ায় চেতনানাশক ওষুধ খাইয়ে লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ম্যাংগো জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার বিকেলে উপজেলার শাহবাজপুর গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারী দুই মহিলা ওই গ্রামের একটি বাড়িতে মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে জাহানারা নামের বৃদ্ধাকে নিয়ে যায়। তারপর ম্যাংগো জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে জাহানারাসহ দুইজনকে অজ্ঞান করে ১ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নেয় তারা।

পরে অজ্ঞান অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, জাহানারা (৬০) ও মারিয়া (০৫)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী জানিয়েছেন, চেতনানাশক ওষুধ খাওয়ার ফলে তাদের এই অবস্থা হয়েছিল। তবে তাদের অবস্থা আশংকাজনক।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান, অজ্ঞান ২জন হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনোও থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি।