নাস্তিকতা প্রচার আমার মূল উদ্দেশ্য নয় : তসলিমা নাসরিন

কিছু নাস্তিক মনে করে আমি যেহেতু নাস্তিক, আমার দিন রাতের কাজ হলো আল্লাহ ঈশ্বর ভগবান বলতে যে কিছু নেই, ধর্মগ্রন্থগুলো যে ফালতু, হাস্যকর, ভুলে ভর্তি- তা নিয়ে লেখা, তা নিয়ে বলা, তা নিয়ে মেতে থাকা। আমি সেটা কদাচিৎ করি। নাস্তিকতা প্রচার আমার মূল উদ্দেশ্য নয়।

আমার মূল উদ্দেশ্য নারীর সমানাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, মত প্রকাশের অধিকারের জন্য, রাষ্ট্র আর ধর্মের পৃথকীকরণের জন্য, মানুষকে কুসংস্কারমুক্ত করার জন্য, বিজ্ঞানমনস্ক করার জন্য, নারী-পুরুষের সমানাধিকারের ভিত্তিতে আইন তৈরির জন্য, সমকামী-উভকামী-রূপান্তরকামী-উভলিঙ্গ-কুইয়ার যারাই নিপীড়িত তাদের অধিকারের জন্য।

নিচুজাত- আদিবাসি-উপজাতি ইত্যাদি ট্যাগ লাগিয়ে যাদের অত্যাচার করা হয় তাদের অধিকারের জন্য, দারিদ্র দূরীকরণের জন্য, সমতার সমাজ নির্মাণের জন্য সরব হওয়া । এর ফলে কিছু মানুষও যদি সচেতন হয়, তাহলেই আমি সার্থক।

-তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট টি নিচে তুলে ধরা হলঃ

taslima nasrin