গাইবান্ধায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহারে দিলবর (১৬) নামে চালককে শ্বাসরোধ করে হত্যার করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই কিশোরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিলবর একই উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীন প্রামাণিকের ছেলে।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় দিলবর। পরে আর বাড়ি ফিরেনি। রোববার সকালে বটতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দিলবরের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন চ্যাটার্জী জানান, অটোভ্যান ছিনতাই করার উদ্দেশ্যেই দিলবরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, তবে গলায় গামছা পেঁচানো ছিল। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।