চুয়াডাঙ্গায় বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসক

দেশের বাজারে হঠাৎ পিঁয়াজের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বাজার মনিটরিং করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের কাঁচাবাজার পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসকের সঙ্গে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও এনডিসি আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

এদিন বাজারে ভারতীয় পিঁয়াজ পাইকারি প্রতি কেজি ৬০ ও বাংলাদেশি পিঁয়াজ ৭২ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। খুচরা বাজারে প্রকারভেদে যা ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়।

জেলা প্রশাসক বলেন, বাজারে বর্তমানে পিঁয়াজের কোনো সংকট নেই। পাইকারি বিক্রেতারা কেজিতে দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করছেন। খুচরা বাজারেও খুব বেশি দাম নেওয়া হচ্ছে না। তবে শিগগিরই পিঁয়াজের মূল্য কমে যাবে।