নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরায় ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

চাঁদপুর সদরে আটক ২১জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও মতলব উত্তরে আটক ১০ জনকে উপজেলা নিবার্হী কর্মকর্তা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ জানায়, কোস্টগার্ড স্টেশান চাঁদপুর এবং মৎস বিভাগ যৌথ অভিযানে মেঘনা নদীর রাজরাজেশ্বর, লক্ষ্মীরচর থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ইঞ্জিন চালিত নৌকা, ২১ জন জেলেকে আটক করে।

অপরদিকে মতলব উত্তরে মেঘনা নদীর মোহনপুরে ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১০ জন জেলেকে ৫ হাজার মিটার কারেন্টসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।