গাজীপুরের টঙ্গীতে নদী দখল ও দূষণের প্রতিবাদে নদীযাত্রা

গাজীপুরের টঙ্গী ইয়পজেলায় নদী দখল ও দূষণের প্রতিবাদে নদীযাত্রা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ রবিবার (০১ নবেম্বর) সকালে নৌকাযোগে তুরাগ নদসহ আশপাশের নদীগুলোতে এ প্রতিবাদী নদীযাত্রা করে, সাধারণ জনগণকে সচেতন করা হয়।

টঙ্গী উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ নদীযাত্রায় উপস্থিত ছিলেন টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিন, ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক হায়দার আলী, ৫৪নং ওয়ার্ড আওয়ামী-লীগের আহ্বায়ক এম এম জালাল মাহমুদ, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী-লীগের সদস্য সচিব কামাল হোসেন, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

এ সময় নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ডাইং, ওযাশিং, কেমিক্যাল ও ওষুধ কারখানা কর্তৃপক্ষকে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত তরলবর্জ্য নদীতে না ফেলতে এবং নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানান তারা।