নোয়াখালীতে পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা

আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানাটি থেকে ৭৯০ কেজি পলিথিন রোল, বিপুল পরিমাণ পলিথিন ও উৎপাদন কাজে ব্যবহৃত দানা জব্দ করা হয়। আজ দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেক ও র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এ সময় বিক্রি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে ভাই ভাই প্লাস্টিক কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পলিথিন, রোল ও তৈরির দানা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।