গোপালগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন গাজী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। গত শুক্রবার রাতে উপজেলার হিরণ ইউনিয়নের আট্রাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আট্রাবাড়ি গ্রামে জমিজমা নিয়ে ওহাব আলী গাজীর সাথে একই গ্রামের সোহরাব হোসেন গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার রাতে সোহরাব হোসেন গাজী তার লোকজন নিয়ে ওহাব আলী গাজীদের ওপর হামলা চালায়। হামলায় আক্তার হোসেন গাজীসহ ১০ জন আহত হয়।

অফিসার বলেন, গুরুতর আহত আক্তার হোসেন গাজীসহ তিনজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে আক্তার হোসেন গাজীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে সে মারা যায়। আক্তার হোসেন গাজীর মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ওহাব আলী গাজীর লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের ১৫ বসত ঘর ভাঙচুর করে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি।