যমুনায় ধরা পড়লো ১১০ কেজি ওজনের মাছ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা নদীতে ধরা পড়লো বিশাল আকৃতির এক মাছ। গত শনিবার বিকেলে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পরেছে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। পরে স্থানীয় পাইকার ও মাছ ব্যবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এতে সেই মাছ ব্যবসায়ী জানান, আমি ১১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছি। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫০০ টাকা কেজি হলে মাছটি ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করে দেবো। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

দেওয়ানগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের জানান, মাছটি গভীর পানির মাছ। আবহমানকাল থেকেই যমুনা ও তদসংলগ্ন নদীতে মাঝে মাঝেই বাঘাইড় মাছ দেখতে পাওয়া যায়।