ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকায় ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাইনুদ্দিন ফুলবাড়িয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আলামিন মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুরে ছাদের ওপর ঘুড়ি উড়াছিল মাইনুদ্দিন। এ সময় তার ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে সেই গাছ থেকে ঘুড়িটি নামাতে গেলে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।