রেলরাইনের ওপরে মিলল বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার মরদেহ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইল কান্দি রেলরাইনের ওপর থেকে মো. শাহীন উদ্দিন (৫৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহীন ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিকপাড়া এলাকার মৃত আবেদ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান সাংবাদিকদের জানান, সকালে রেললাইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ছাড়া ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। আপাতত ইউডি (অপমৃত্যু) মামলা হবে।