করোনাঃ কাতারে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, স্বস্তিতে প্রবাসীরা

পারস্য উপসাগরের দেশ কাতারে প্রতিদিনই কমছে বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের হার কমে আসায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। এরই মধ্যে প্রথম ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

স্বাভাবিক অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। কাতারে এরই মধ্যে প্রায় ২৭ লাখ ডোজ করোনার ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

এদিকে করোনার আক্রান্তের সংখ্যা কমে আসায় কাজকর্ম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা। চর্তুথ ধাপে বিধিনিষেধ প্রত্যাহার হয়ে গেলে আগের মতো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করেন তারা। প্রবাসীরা বলেন, ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাস মেট্রো ব্যবহার করতে পারছি। আমরা এখন সহজে দোকানপাট খুলতে পারছি। আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ।

কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার ২০০ জনের নিচে নেমে এসেছে। রোববার দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৭২ জন। দেশটিতে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশিসহ মারা গেছে ৫৬৯ জন।