নেত্রকোনায় কোরবানীর পশু ক্রয়ে চালু করা হয়েছে ক্যাটেল মার্কেট

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন, নেত্রকোনায় চালু করা হয়েছে কোরবানীর পশু ক্রয়ে অনলাইনে ক্যাটেল মার্কেট। প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রানিসম্পদ অধিদপ্তরের সহায়তায় অনলাইনে নেত্রকোনা ক্যাটেল মার্কেট সার্চ করে আপনার পছন্দের কোরবানীর পশু সাশ্রয়ী মূল্যে ঘরে বসেই ক্রয় করার সুযোগ সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাধারন সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাংবাদিক সঞ্জয় সরকার, চন্দন চক্রবর্তী, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী প্রমুখ।