ট্রেনে পাথর নিক্ষেপ রোধে আক্কেলপুরে প্রচারণা

জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারপত্র এবং মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। “ট্রেনে পাথর নিক্ষেপ করা একটি দন্ডনীয় অপরাধ। এই অপরাধে কেউ জড়িত হবেন না। যদি এমন কাউকে দেখেন সাথে সাথে রেল কর্তৃপক্ষকে জানাবেন।”

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর আয়োজনে ‘পাথর ছোড়া রেলওয়ে আইনে দন্ডনীয় অপরাধ’ এই প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার বিকেলে পৌর সদরের রেলগেট চত্বরে ওই প্রচার চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর রেল স্টেশন কর্মকর্তা খাতিজা খাতুন (এসএম),হাসিবুল হাসান (এএসএম), রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সান্তাহার সার্কেলের সহকারী পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান, হাবিলদার ইউসুফ আলী, শফিকুল ইসলাম,সিপাহী মেহেদী হাসান, রাসেল মিয়া, আনসার (পিসি) জিয়াউর রহমান, আক্কেলপুর পৌরসভার কাউন্সিলর মোঃ মামুনুর রশিদসহ স্থানীয় জনসাধারণ।