তীব্র তাপপ্রবাহের কবলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল

ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলেছে, দেশের অন্য এলাকার ওপর দিয়েও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। এই তীব্র থেকে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে।

এদিকে ৯ বছরের রেকর্ড ভেঙে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী।

শনিবার বেলা ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যেতে চাচ্ছেন না।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি বেশি হলে সেটি সূর্যের তাপমাত্রাকে ধরে রাখে। ফলে গরম বেশি অনুভূত হয়।

চৈত্রের শেষে প্রখর রোদের সাথে বেড়েছে ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অস্থির হয়ে উঠেছে। গরম থেকে সামান্য স্বস্তি পেতে অনেকেই মুখে পানি ছিটিয়ে নিচ্ছেন। কেউ কেউ ছায়ায় একটু ঝিমানোর চেষ্টা করছেন।

 

Scroll to Top