নারায়ণগঞ্জে হামলা চালিয়ে আসামি ছিনতাই, মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার একটি টিম অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ গাজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাসদাইর এলাকার রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের বিপরীতে গলিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রধারী একদল অপরাধী আটক হওয়া ৪ আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই জেলা প্রশাসকের নির্দেশনায় সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালায়।

অভিযানে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৭০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, হেরোইন, চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ অসংখ্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন জানান, জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সহযোগিতায় ছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাজা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top