নেত্রকোনায় বজ্রপাতে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল ইসলাম নামে কওমি মাদরাসার এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা খারনৈ ইউনিয়নে ধনুন্দ গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দিদারুল ইসলাম স্থানীয় একটি কওমি মাদরাসায় শিক্ষকতা করতেন।

নিহতের প্রতিবেশী নাঈম আহমেদ বলেন, দিদারুলের অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। কিছু দিন আগে দিদারুলের মা মারা যান। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি।

খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রোববার রাত ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন মাদরাসা শিক্ষক দিদারুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Scroll to Top