দশ মাসে রেমিট্যান্স এসেছে ১৩৩০ কোটি ডলার

চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দশ মাসে (জুন-২০১৮ থেকে এপ্রিল-২০১৯) পর্যন্ত সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৩০ কোটি ২০ লাখ ডলার। এটি গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ের চেয়ে ১২০ কোটি ৯৭ লাখ ডলার বা ১০ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম দশ মাসে (জুন-১৭ থেকে এপ্রিল-১৮) পর্যন্ত রেমিটেন্স আসে ১ হাজার ২০৯ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সের সর্বশেষ হালনাগাদ তথ্য এ চিত্র উঠে আসে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন পদক্ষেপেরা কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বিশেষ করে হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে নেয়া নানা উদ্যেগের সুফল পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরের প্রথম থেকেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। গত জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ১৫৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়। বাংলাদেশের ইতিহাসে এটি এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। উল্লেখ্য এর আগে ২০০৪ সালের জুলাই মাসে ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিট্যান্স আসে। গত জানুয়ারির আগে ওটাই ছিল এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। গত জানয়ারির পর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আসে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার, মার্চে ১৪৫ কোটি ৮০ লাখ ডলার, সর্বশেষ গত এপ্রিলে রেমিট্যান্স আসে ১৪৩ কোটি ৪০ লাখ ডলার।