‘১৫ মে পদত্যাগের সময় জানাতে পারেন তেরেসা মে’

ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির এমপি স্যার গ্রাহাম ব্র্যাডি বলেছেন, খুবই শীঘ্রই প্রধানমন্ত্রী তেরেসা মে তার পদত্যাগের দিনক্ষণ জানাতে পারেন। আগামী বুধবার (১৫ মে) পার্টির সংসদীয় গ্রুপ ‘১৯২২ কমিটির’ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো নির্দিষ্ট করবেন।

তবে এর আগে তেরেসা মে জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রেক্সিট চুক্তি সুরাহা না হওয়া পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। ইইউ ও যুক্তরাজ্য সম্মত হয়েছে, চলতি বছরের ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকর হবে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শনিবার (১১ মে) প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগের সময় জানানোর এই গুঞ্জন নিয়ে খবর প্রকাশ করেছে।

উল্লেখ্য, ব্রেক্সিট জটিলতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর ২০১৬ সালে তার স্থলাভিষিক্ত হন তেরেসা মে। তেরেসা মে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্যামেরনের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এদিকে, কনজারভেটিভ পার্টির অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণকারী সংসদীয় গ্রুপ ‘১৯২২ কমিটির’ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন গ্রাহাম ব্র্যাডি।

তিনি বলেন, পার্টি তেরেসা মে’র কাছে তার পদত্যাগের বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা আসা করে। তিনি তা নিশ্চিত না করলে বিষয়টি অদ্ভূত হবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে তেরেসা মে’র স্থলাভিষিক্ত তিনি হবেন নাও বলে স্যার গ্রাহাম নিশ্চিত করেছেন।

Scroll to Top