পর্তুগালের বাজারে বেশ সমাদ্রিত ‘মেড ইন বাংলাদেশ’

বাংলাদেশ বস্ত্রশিল্পের সুনাম পুরো ইউরোপ জুড়েই। দূর প্রবাসে থাকলে ও প্রবাসীদের স্বপ্ন, পরিকল্পনা এবং চাহিদাগুলো শুধু নিজের দেশকে ঘিরেই। এ জন্য বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, দক্ষিণ এশিয়ার মধ্যে শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে উঠেছে।

গার্মেন্টস শিল্পগুলো থেকে প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ। দেশিয় গার্মেন্টস সেক্টর বিদেশের মাটিতে অনেক এগিয়ে। এ ধারাটি অব্যাহত থাকলে দেশের কাপড়ের গুনগত মান ও অনেক ভালো হবে। ইউরোপে অনেক চাহিদা বাংলাদেশি গার্মেন্টস শিল্পের।

পর্তুগালে বাংলাদেশি পোশাক শিল্প গুণগত ও ভালো ব্র্যাণ্ডের দিক থেকে অনেক এগিয়ে। যেমনটা সচরাচর দেখা যায় প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম, জারা, নিউইয়র্কার, স্প্রিং ফিল্ড, লেফটিছসহ আরও অনেক ব্র্যান্ডে।

বাংলাদেশ ছাড়াও পর্তুগালে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ- চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং মিয়ানমারের পোশাক দেখা যায়। তবে, বাংলাদেশের পোশাক শিল্প পর্তুগালসহ ইউরোপে বেশ সমাদ্রিত।