জেনেক্স ইনফোসিস ও আরএসজিটি মধ্যে এর চুক্তি

সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সম্প্রতি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা আরএসজিটি বাংলাদেশকে আইটি সিস্টেম ও সল্যুশন প্রোজেক্টে সহায়তা প্রদান করবে।

এ চুক্তিটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে বন্দর অবকাঠামো এবং অপারেশনের মধ্যে ডিজিটাল সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও অ্যাকটিং ম্যানেজিং শাহ্জালাল উদ্দিন ও আরএসজিটি বাংলাদশের আইসিটি ডিরেক্টর সিডনি নেদারলোফ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনেক্স ইনফোসিস লিমিটেড ও আরএসজিটি বাংলাদেশের পদস্থ কর্মকর্তাগণ।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর শাহ্জালাল উদ্দিন বলেন, ‘পতেঙ্গা টার্মিনালের কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য আমরা রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মতো প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করছি। এটি আমাদের জাতীয় আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তারে অবদান রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে সহায়তা করবে। যা আমাদের জন্য বড় একটি সুযোগ।’

জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিওও আবু তৈয়ব বলেন, ‘আমাদের সক্ষমতা ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পটি অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে আরএসজিটি বাংলাদেশের জন্য একটি অত্যাধুনিক অবকাঠামো তৈরী করতে আমরা কাজ করছি। আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতার সাহায্য অন্তর্জাতিক মানের সেবা দিতে আমরা প্রস্তুত।’

আরএসজিটি বাংলাদশের আইসিটি ডিরেক্টর সিডনি নেদারলোফ বলেন, ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য একটি টেকসই ও ডিজিটাল আইটি অবকাঠামো তৈরীতে জেনেক্স ইনফোসিসের সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত৷ আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য জেনেক্স ইনফোসিসের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। আমরা একসাথে কাজ করতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি যে আমাদের এ অংশীদারিত্ব দীর্ঘ মেয়াদী সুফল বয়ে আনবে।’

Scroll to Top