রমজানে নতুন সময়সূচিতে লেনদেন চলছে

পবিত্র রমজান মাসে উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে পুঁজিবাজারে সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন শুরু হয়েছে। চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। আর পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত৷

আজ মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এর মধ্যে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পোষ্ট ক্লোজিং ধাকবে৷