সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে ৩৮ টাকা

প্রতি লিটারে বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্যসচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের জানানো হয়।

আজ বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাম সুপার ১৭২ টাকা লিটার দরে বিক্রি হবে।

বর্তমানে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বাজারে ১৬০ টাকা, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও পাম তেল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম অত্যাধিক মাত্রায় বেড়েছে। তাই দাম সমন্বয় না করলে ব্যবসায়ীরা আমদানি করতে পারতেন না। সে কারণেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

Scroll to Top