হলের গাছ থেকে ডাব পাড়তে গিয়ে ঢাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি গাছ থেকে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম বরুণ বিশ্বাস (২০)। বরুণ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। বরুণ বিশ্বাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, বরুণের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। সে ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের খুব মেধাবী ছাত্র ছিল। আমরা যতটুকু শুনেছি ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে সে।

বরুন বিশ্বাসের এক সহপাঠী জানান, বরুণ বিশ্বাস আমাদের সাথেই জগন্নাথ হলে থাকত। বৃহস্পতিবার রাতে হল চত্বরের একটি নারকেল গাছে ডাব পাড়তে যায় সে। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যায়।

পরে আমাদের হলের কয়েকজন ছাত্র তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঘোষণা করেন।