লকডাউন ঘোষণা ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষক ভবন

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। আতঙ্ক বিরাজ করছে বিভিন্ন হলের আবাসিক ভবনে। তবে বিশ্ববিদ্যালয় প্রশসন থেকে জানানো হয়েছে চিন্তিত না হতে। জানাগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবন লকডাউন করে দেয়া হয়েছে।

প্রক্টর বলেন, অমর একুশে হলের আবাসিক শিক্ষকদের ভবনের একজন বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গতকাল তার করোনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য স্যাম্পল কালেকশান করা হয়। আজকে তার করোনা পজেটিভ বলে ডাক্তার জানান। তারপর থেকেই ওই ভবন লকডাউন করে দেয়া হয়।

ড. এ কে এম গোলাম রাব্বানী আরো জানান, ওই ভবনের সবাইকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কাউকে শঙ্কিত না হয়ে কঠোরভাবে মেডিকেলের নিয়ম-নীতি মেনে বাসায় অবস্থানের অনুরোধ জানাচ্ছি।

নিজেদের সুরক্ষার জন্য, জীবন বাঁচানোর স্বার্থে তাদের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটাকে স্বাভাবিক মনে করতে সকরের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। কোন আতঙ্কিত না হতে বলা হয়েছে।