আগামী শনিবার সিভাসুতে চালু হচ্ছে করোনার নমুনা পরীক্ষার ল্যাব

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব চালু হচ্ছে শনিবার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নতুন ল্যাব চালুর বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি শনিবার থেকে আমরা ল্যাব চালু করতে পারবো। তারা শুধু পরীক্ষার কাজ টুকু করবেন। তবে তারা নমুনা সংগ্রহ করবেন না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট এবং নমুনা বিআইটিআইডি থেকে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষা শুরু করা যাবে। ইতোমধ্যে পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে।

প্রসঙ্গত, গত ২৬ মাস থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু একমাস পর নতুন আরেকটি ল্যাব চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।