এবার জেএসসি, জেডিসি পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়

করোন ভাইরাস মহামারীজনিত কারণে সরকার এই বছরের জুনিয়র স্কুল শংসাপত্র (জেএসসি) এবং জুনিয়র দাখিল শংসাপত্র (জেডিসি) পরীক্ষা বাতিল করেছে।

শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২০ সালে অনুষ্ঠিত হবে না।

শিক্ষা কর্মকর্তাদের মতে, শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জেএসসি ও জেডিসি মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

কয়েকদিন আগে জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিলের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আজ এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন আসে।

এর আগে গত ২৫ আগস্ট সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবার পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ আগস্ট থেকে ছুটি বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত নেওয়া হয়েছে। তবে গত ২৪ আগস্ট কওমি মাদরাসা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।