সেরা অভিনেত্রী জয়া আহসান ও তিশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। একসঙ্গে দুই বছরের (২০১৭ ও ২০১৮) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

২০১৭ সালের সিনেমা ‘হালদা’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিশা। তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’য় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। এর আগে ২০১৬ সালের ‘অস্তিত্ব’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিশা।

অন্যদিকে, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দেবী’তে অসাধারণ অভিনয়ের জন্য জয়া আহসান পাচ্ছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ২০১৫ সালে ‘জিরো ডিগ্রি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। অর্থাৎ এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।