করোনা মোকাবিলায় বিশ্ব তারকাদের আর্থিক সহযোগিতা

কয়েক মাস ধরেই ‘টক অব দ্যা ওয়ার্ল্ড’ করোনাভাইরাস। বিশ্বের ১৯৯ দেশে ছড়িয়ে পড়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে একে মহামারি হিসেবে ঘোষণা করেছে। এর দরুন গৃহবন্দি হয়ে আছে বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ। এ মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্বের বাঘা বাঘা অর্থনীতির দেশগুলোও। এমতাবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ব তারকারা।

সংকট মোকাবিলায় অস্কারজয়ী তারকা অ্যাঞ্জেলিনা জোলি ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রম্নতি দিয়েছেন। জোলি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল। সে জন্যই আমার এই অনুদান।’ তাই সতর্ক ও সচেতনতার পাশাপাশি এই সময়ে আমাদের আর্থিক ফান্ড প্রয়োজন।’

মার্কিন পপ তারকা রিয়ান্না মার্কিন একটি ফুড ব্যাংকে ৫ মিলিয়ন ডলার দান করেছেন। খাবারের অভাবে যেন কেউ মারা না যায় সেই প্রচেষ্টা থেকে রিয়ান্নার এই দান। তিনি বলেন, ‘একটা নিষ্ঠুর সময় পার করছি আমরা। প্রকৃতি যেন তার প্রতিশোধ নিচ্ছে। পুরো পৃথিবীর সবাইকে এক হয়ে এই সময়টা মোকাবেলা করতে হবে।’

সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড তারকাদের মধ্যেও অনেকে। হূত্বিক রোশন করোনা প্রতিরোধক মাস্ক তৈরিতে এগিয়ে এসেছেন। পাশাপাশি সরকারি ফান্ডে অর্থ দান করা করেছেন। হূত্বিক বলেন, ‘আমি যতটুকু পারছি এগিয়ে এসেছি। সমস্যাটা এত বড় যে একা কিছু করা সম্ভব নয়। তাই আমি আমার সকল সহকর্মীকে এগিয়ে আসার অনুরোধ করবো। সবাই এক হলে এই ভাইরাস প্রতিরোধ করতে পারবো।’

তেলেগু তারকা প্রভাস সরকারি তহবিলে ৪ কোটি রুপি দান করেছেন। প্রভাস বলেন, ‘সবাইকে নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে। কারণ আতঙ্কের বাইরে আমরা কেউ না। সবাই হলে এই সমস্যা দ্রুত মোকাবেলা সম্ভব। সরকার আর তারকাদের বাইরে সাধারণ মানুষদেরও এগিয়ে আসতে হবে এই সঙ্কটময় সময়ে। আশা করি সবাই এক হয়ে কাজ করবো।