না ফেরার দেশে চলে গেলেন টম অ্যান্ড জেরি’র পরিচালক

মারা গেলেন অস্কার বিজয়ী ইলাস্ট্রেটর ও বিশ্বখ্যাত কার্টুন চরিত্র ‘টম অ্যান্ড জেরি’র অন্যতম পরিচালক জেন ডেইচ। কিংবদন্তি এই শিল্পী ৯৫ বছর বয়সে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন প্রকাশক পেট্র হিমেল। ‘পপাই দ্য সেইলর’ নামের কার্টুন সিরিজেরও পরিচালক ছিলেন জিন ডেইচ।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজটিতে আটজন পরিচালনা করেছিলেন। এতে ১৯৬১-৬২ মৌসুমে যুক্ত হন জিন। তার মৃত্যুর আগে বাকি সাত পরিচালক মারা গেছেন।

কর্মজীবনের প্রথম ভাগে জেন ডেইচ নর্থ আমেরিকান এভিয়েশনে নকশাকার হিসেবে কাজ করতেন। পাইলট হিসেবেও ট্রেনিংপ্রাপ্ত ছিলেন। মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়ে ১৯৪৪ সালে এ কাজ থেকে পদত্যাগ করতে হয় তাঁকে। এরপর তিনি যুক্ত হন শিল্প দুনিয়ায়। ‘‘সিডনি’স ফ্যামিলি ট্রি’’ চলচ্চিত্রের জন্য ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হন।

কর্মজীবনে এই অ্যানিমেটর টেরিটুনস, আন্ডার ২০ সেঞ্চুরি ফক্সের শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। এ সময়টাতে তিনি তৈরি করেন সিডনি এলিফ্যান্ট, গ্যাস্টন লে ক্রাইওন, ক্লিন্ট ক্লোবার এবং টেরেবল থম্পসনের মতো চরিত্র।