ঢাকা অ্যাটাকের শো সংখ্যা বাড়ালো স্টার সিনেপ্লেক্স

কোনো সিনেমার চাহিদা বাড়লে শো সংখ্যা বাড়ায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে তা সাধারণত এক সপ্তাহ পর। আয়নাবাজীর পর এবারই প্রথম কোনো ছবির শো সংখ্যা বাড়িয়েছে এক সপ্তাহ না পেরোতে।

প্রতিদিন তিনটি শোয়ের বদলে পাঁচটি করে চালাবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা গিয়েছে।

তিনি বলেন, ‘আমরা খুব আশান্বিত ছবিটি নিয়ে। দর্শকদের বিপুল চাহিদার কারণে তৃতীয় দিনে এসেই আমাদের শো সংখ্যা বাড়াতে হয়েছে এবং এটি চলবে আমাদের সবচেয়ে বড় হলটিতে। সেটিতে আসন সংখ্যা ৪৬৫টি।’

ছবিটির পরিবেশক ‘দি অভি কথাচিত্র’-এর কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘আমরা আশা করছি সামনের সপ্তাহে ছবিটি আরও বেশি হলে চলবে। আরেকটা জিনিস রোববারে এসে অধিকাংশ হলে সেল পরে যায়। কিন্তু দুটি ব্যতিক্রম ছাড়া সব জায়গায় সেল বেড়েছে।’

দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, এবিএম সুমন, মাহি, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার কল্যাণ সমিতি, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

বাংলাদেশ সময় : ১৭৩৪ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ