খুব ইচ্ছে ছিল দাদার আশীর্বাদ নিয়ে আসব: ওমর সানি

না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ৮৬ বছরে শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথচলা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলঃ

(ফেসবুক থেকে সংগৃহীত)
সৌমিত্রদা একটা ইতিহাস ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি,, আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার co artist হিসাবে দাদা কে পেয়েছিলাম, উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম আমাকে বলতো কিরে কি দেখছিস আমি বলতাম দাদা তোমাকে দেখি, আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার আমার জীবন সার্থক, সচরাচর prompting শুনে আমরা অভিনয় করি, উনি আমাকে ডাকলেন বললেন কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর, আমি লজ্জায় মাথানত করতাম অভিনয় করার সময় শুধু পানি খেতাম আমাকে বলতো কিরে এত পানি খাচ্ছিস কেন, কোন problem, আমি বলতাম না দাদা তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়, অট্টহাসি দিত এবং আদর করত অনেক বছর গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব আর হলো না, দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা,
Bigg boss