চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়

টালিপাড়ার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সাড়ে চার মাস পরে চলে গেলেন তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। আজ রবিবার রাত ২.৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। কিডনি রোগে বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মারা যান।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দীপা চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সৌমিত্রের কন্যা পৌলমী বসু। তিনি জানান, বাবা চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন মা। দীর্ঘ ৪৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

জানা যায়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন দীপা চট্টোপাধ্যায়। হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। ডায়াবেটিস ছাড়াও রক্তজনিত বেশকিছু সমস্যা ছিল তার। বিশেষ করে কিডনির সমস্যার কারণেই সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ১৯৬০ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে বিয়ে হয়েছিল সৌমিত্র-দীপার। তুখোড় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন দীপা চট্টোপাধ্যায়। কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।