চিকিৎসকের কথায় সাড়া দিচ্ছেন আইসিইউতে থাকা লতা মঙ্গেশকর

গত মঙ্গলবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় ভারতের কালজয়ী কণ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর। করোনাভাইরাসে আক্রান্ত ৯২ বছর বয়সী এই গায়িকা এখন আছেন আইসিইউতে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন উল্লেখ করলেও আরও কয়েকদিন আইসিইউতেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন শুধু লতা মঙ্গেশকরের জন্য প্রার্থণা করার আহ্বান করছেন তারা।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই এই গায়িকা চিকিৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানে রয়েছেন। গতকাল শনিবার সংবাদমাধ্যমকে প্রতীত বলেন, এই মুহূর্তে উনি আইসিইউ-তে রয়েছেন। সব সময় নজর রাখা হচ্ছে। তার দ্রুত আরোগ্য কামনা করুন আপনারা। এখন বেশ কিছু দিন উনি আইসিইউ-তেই থাকবেন।

উল্লেখ্য যে, করোনার পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়ার চিকিৎসাও চলছে। এখনও পর্যন্ত আলাদা করে অক্সিজেন দিতে হয়নি। তার পরিবারের তরফ থেকে জানানো হয়, বাড়তি সাবধানতা অবলম্বনের জন্যই জনপ্রিয় এই গায়িকাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে কোনো ত্রুটি রাখছেন না।