মিষ্টি জান্নাতের নামে মামলা!

অভিনেত্রী মিষ্টি জান্নাতের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ছয় মাস যাবত পলাতক রাজীব নামের এক ব্যক্তি- এমন অভিযোগ এনেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই। বিষয়টি গড়িয়েছে মামলা মোকদ্দমা পর্যন্ত।

পরপর দুদিন এ বিষয়ে নিজ ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন মিষ্টি। গত ২৬ অক্টোবর ফেসবুকে এক ব্যক্তির ছবি সংযুক্ত করে তিনি লিখেছেন- ‘এই ছেলে আরাফাত চৌধুরী রাজীব। আমাদের wholesale এর প্রোডাক্ট আনা-নেওয়া করত। আমাদের পাঁচ লাখ টাকা নিয়ে পালাতক ছয় মাস ধরে। টাকা চাইলে ছয় মাস ধরে ঘোরাচ্ছে। আবার আমারে থ্রেটও দিচ্ছে। এখন মোবাইল নম্বর বন্ধ করে রেখেছে। থাকে উত্তরখান এ। শশুর বাড়ি দক্ষিণখান এ। কেউ যদি ওকে চিনে থাকেন জানাবেন, তাকে ভালো পুরস্কার দেওয়া হবে। ওর নামে জিডি, চিট কেস করা হয়েছে। উকিল নোটিশ ও পাঠানো হবে। আরও অনেক স্টেপ নেয়া হবে’।

এই পোস্টের সঙ্গে মিষ্টি জান্নাত সংযুক্ত করেছেন অভিযুক্তের পরিবারের ছবি এবং ফোন নম্বর। এরপর ২৭ অক্টোবর মিষ্টি জান্নাত আবারও পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘এই বাটপার পাঁচ লক্ষ টাকা নিয়ে পালাইছে আমাদের Wholsale এর । কাল ওর ছবি পোস্ট করায় আমারে মানুষ দিয়ে হুমকি দিচ্ছে। এসএমএস করে হুমকি দিচ্ছে। চোরের মায়ের বড় গলা। কী করা দরকার? ও আমারে হুমকি দেয়। ওর শ্বশুর এর নাম বেলায়েত হোসেন মুকুল। দক্ষিণখান এর নাকি পাওয়ারফুল লোক এই সব বলে হুমকি দিচ্ছে। মজা লাগে। টাকা নিয়ে আবার হুমকিও দেয়। কি করা দরকার?’

এই বিষয়ে যোগাযোগ করা হলে রাজীব জানান, মাল আমদানি হতে সময় লাগছে। আমি উনার কাছে আরও কিছুদিন সময় চেয়েছিলাম। কিন্তু উনি হুট করে আমার এবং আমার পরিবারের ছবি এবং নম্বর সমেত ফেসবুকে এসব বলে বেড়াচ্ছেন। এতে করে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আর তাই আমিও ক্যান্টনমেন্ট থানায় তার নামে পাল্টা মামলা করেছি। মান হানির মামলা’।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ