omor sani

শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা: ওমর সানী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা তর্ক-বিতর্ক চলছে। এমনটা শুধু এবাই নয়, গেল নির্বাচনেও হয়েছে। সমিতির এই নির্বাচন নিয়ে শিল্পীদের যেতে হয়েছে আদালতেও। পাশাপাশি শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে নেটদুনিয়ায়ও চলছে তুমুল আলোচনা- সমালোচনা। এমন ঘটনায় বিব্রত ও বিরক্ত অধিকাংশ শিল্পী।

গতকাল শুক্রবার চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা বিরক্তি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। যা জানি তা আর বললাম না। পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই। মানুষের এত ধৈর্য!”

এবার ওমর সানী সমিতির সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন। আজ শনিবার এই চিত্রনায়ক জানালেন, শিল্পী সমিতির সদস্য হিসেবে আর থাকতে চান না তিনি।

সানীর কথায়, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না। আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’

Scroll to Top