বুবলীর কোরবানির গরুর নাম ‘পঙ্খীরাজ’

ঈদ-উল-আজহা সামনে রেখে কোরবানির পশু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারকারা। এরমধ্যে আবার কারও কারও কেনা হয়ে গেছে। সেই সঙ্গে চলছে ঈদ-উল-আজহার প্রস্তুতি। এদিকে ঢাকাই ছবির চিত্রনায়িকা শবনম বুবলীরও ঈদের আনন্দ আজ থেকে শুরু হয়ে গিয়েছে।

কারণ কোরবানি ঈদের মূল আনন্দ হাট থেকে গরু কেনা। আর ইতোমধ্যেই বুবলীর বাসায় কোরবানির গরু চলে এসেছে। সেই সঙ্গে নামও দেওয়া হয়ে গিয়েছে। শবনম বুবলী জানান,‘বরাবরই কোরবানি গরুর নামকরণ করি। তারই ধারাবাহিকতায় এবার নাম রেখেছি ‘পঙ্খীরাজ’।

আর ‘পঙ্খীরাজ’ নাম দেওয়ার কারণও রয়েছে। সেটিও জানালেন ঢাকাই ছবির আলোচিত এ নায়িকা। তিনি আরও বলেন, ‘আব্বু, দুলা ভাই আর আমার ছোট ভাই মিলে বাজার থেকে যখন গরুটি কিনে আনাছিল, তখন এতো দোড়াদৌড়ি করে আসছিল, যার কারণে ‘পঙ্খীরাজ’ নাম দিয়েছি।’

তিনি বলেন,‘আমাদের ঈদের আনন্দ তো শুরু হয়ে গেছে। এছাড়া আমার দুলাভাই কানাডা থেকে চলে এসেছে শুধু আমাদের সঙ্গে কোরবানীর ঈদ উদযাপন করার জন্য। আর সবকিছু মিলিয়ে গরুর দাম পড়েছে ৮১ হাজার টাকা। রাজধানী উত্তরার ১২ নাম্বার সেক্টেরে একটি পশুর হাট বসেছে, সেখান থেকে গরুটি কেনা হয়েছে।’

এবার ঈদে শবনম বুবলী অভিনীত ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবি দুটিতে তার সহ-শিল্পী শাকিব খান। পরিচালনা করেছেন-যথাক্রমে শাহাদাত হোসেন লিটন ও আব্দুল মান্নান।

গতবারের মত এবারও শবনম বুবলীর পরিকল্পনা রয়েছে বোরকা পরে \’রংবাজ\’ ও \’অহংকার\’ ছবি দুটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার। দর্শক প্রতিক্রিয়া সরাসরি অনুধাবন করতেই তার এ পরিকল্পনা। \’গত বছর ঈদে \’বসগিরি\’ ও \’শ্যুটার\’ ছবি দুটি দেখতে বোরকা পড়ে হলে গিয়েছিলেন।

বাংলাদেশ সময় : ১২০১ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ