ফেসবুকে ড. মাহফুজুর রহমানের নামে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি!

গত ০৪ সেপ্টেম্বর রাত ১০টা ৩০মিনিটে এটিএন বাংলায় মুকাদ্দেম বাবুর প্রযোজনায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামের একটি অনুষ্ঠান প্রচার করা হয়। ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামের এই অনুষ্ঠানটিতে ১০ টি গান গেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তার গাওয়া গান নিয়ে বিতর্ক। চলে অনেক স্যাটেয়ার। বিতর্কের মুখে পড়েন অনুষ্ঠানটির উপস্থাপনা কারী অভিনেতা অপূর্ব এবং গানে লিপসিং দেওয়া আরেক অভিনেতা নিলয়।

কিন্তু সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে ড. মাহফুজুর রহমানের ফেসবুক আইডির কিছু কথার স্ক্রীনশট। যা পুরোটাই মিথ্যা। কারণ ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, আসলে তিনি কোন ফেসবুকই ব্যবহার করেন না। এবং তার কোন পেইজও নেই। তাহলে ফেসবুক থেকে যে কথাগুলো ছড়ানো হচ্ছে তা আসলে সম্পূর্ণ মিথ্যা।

তিনি আরও বলেন, ‘এমন কোন মানুষ নেই যে গান ভালোবাসেন না। আমি মাহফুজ ভাইকে অনেক কাজ থেকে দেখেছি তিনি গান অনেক ভালোবাসেন। ঈদের সময়টা হচ্ছে বিনোদনের সময়। মানুষের যখন কোন কাজ থাকে না। তখন মানুষ ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পরেন অন্যের সমালোচনা করতে। এটা আসলে ঠিক না। যার যার কাজে মন দেওয়াই উত্তম।

উল্লেখ্য, বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে। ড. মাহফুজুর রহমান চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছাসকে এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় একদিকে যেমন তৈরি হচ্ছে উপস্থাপক, উপস্থাপিকা, অভিনয় শিল্পী, তেমনি তৈরি হচ্ছে সঙ্গীত শিল্পী। গানের প্রতি ড. মাহফুজুর রহমানের রয়েছে অসম্ভব ভালোবাসা। আর তাইতো তিনি নিজেই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ