জি বাংলার সিরিয়ালে অভিনয় করে ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচালো মেয়ে!

তবে বিনোদন জগতে রানি রাসমণি নামেই পরিচিত। তবে তার প্রকৃত নাম দ্বিতিপ্রিয়া। সিনে জগতের বাইরে তার ব্যক্তি জীবনও বেশ বৈচিত্র্যময়। একটি ভারতীয় বাংলা সিরিয়ালে বালিকা বধূ চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে দেখা যায়- গোটা পরিবারকে নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। বাস্তবে তার ব্যক্তিজীবনটাও সেরকমই। তার বাবা ক্যান্সার আক্রান্ত হওয়ায় সংসারের হাল ধরতে হয়েছে তাকেই। কিন্তু তার বয়স মাত্র ১৫ বছর।

গত বছর তার বাবার ক্যান্সার ধরা পড়েছিল। তখন তিনিসহ তার পরিবারের উপর নেমে এসেছিল দুশ্চিন্তার কালো ছায়া।

কিন্তু এই ক্ষুদে অভিনেত্রী তার উপার্জন দিয়ে বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ্য করে তুলেছেন। এ বিষয়ে তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন- সবাই সংসারের দায়িত্ব নিতে পারে না। তিনি সেটা পেরেছেন। এর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অন্যরকম ভালো লাগা।

দ্বিতিপ্রিয়ার বাবাও অভিনয় করতেন। সেই সূত্রেই অভিনয় জগতে প্রবেশ করেছেন তিনি। মাত্র আড়াই বছর বয়স থেকেই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন তিনি। অভিনয়ের পাশপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। গঙ্গাপুরী শিক্ষাসদন ফর গার্লস’এ ছাত্রী দ্বিতিপ্রিয়া। সামনে বছর তিনি মাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহণ করবেন। সূত্র: জিনিউজ

বাংলাদেশ সময় : ১৮৩৪ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ