করোনার নামে সুযোগ লুফে নিয়েছে হ্যাকাররা

করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্বে একটা আতঙ্ক কাজ করছে। সবচেয়ে বেশি সার্চ হচ্ছে ‘করোনা’ কিওয়ার্ড দিয়ে। এ সুযোগটা লুফে নিয়েছে হ্যাকারা। তারা বিভিন্ন কনটেন্টের আড়ালে অনলাইনে ফিশিং আক্রমনের পাশাপাশি ক্ষতিকারক ম্যালওয়্যার ও র্যানসমওয়্যার ছেড়ে দিচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক দ্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) এ ব্যাপারে সতর্ক করে বলেছে, ভার্চুয়াল দুর্বৃত্তরা অনলাইনে বিভিন্ন কনটেন্টের আবরনে ক্ষতিকারক সফটওয়্যার ও কোড ছড়িয়ে দিচ্ছে। করোনা নিয়ে আগ্রহকে কেন্দ্র করে সম্প্রতি তাদের অপতৎপরতা অনেকটাই বেড়ে গেছে।
এনসিএসসি এ ধরনের বিপজ্জনক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করে মুছে দেওয়ার জন্য কাজ করছে।

এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলোতে ভুক্তভোগীর ইমেইলে ফিশিং লিংক পাঠানো হয়েছে। ওই লিংকে ক্লিক করার পরই তার কম্পিউটারে ম্যালওয়্যার কিংবা ভাইরাস ছড়িয়ে পড়েছে কিংবা তথ্য বেহাত হয়েছে। আবার এমনও হয়েছে- করোনা ভাইরাস প্রতিরোধক সেবার নামে ব্যবহারকারীদেরকে ফরম পূরণ করতে বলা হচ্ছে, আদতে এগুলোও তথ্য হাতিয়ে নেওয়ার ধান্দা!