গুগল করোনাভাইরাস রুখতে পাঁচটি পরামর্শ দিলেন

বিশ্বজুড়ে মহামারীর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার। এই অবস্থায় করোনা থেকে মুক্তি লাভে মানুষকে ৫ টি সহজ পরামর্শ দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
করোনাভাইরাস রুখতে কয়েকটি সহজ বিষয় মেনে চলার পরামর্শ দিল গুগল। এ দিন Google অফিসিয়াল হ্যান্ডেল থেকে ট্যুইট করে সচেতন করেছে বিশ্ববাসীকে।

পাঁচটি সহজ বিষয় মেনে চলার কথা বলেছে গুগল। এগুলো হলো-

১. হাত: বারবার ধুয়ে ফেলুন

২. কনুই: হাঁচি বা কাশির সময় কনুই ভাঁজ করে মুখের সামনে হাত দিয়ে ঢেকে রাখুন

৩. মুখ: মুখে হাত দেবেন না

৪. পায়ের পাতা: অন্যের থেকে অন্তত ৩ ফিট দূরত্বে থাকুন

৫. অনুভূতি: অসুস্থ? বাড়ির বাইরে বেরোবেন না।

করোনাভাইরাস রুখতে এই পাঁচটি টোটকা মেনে চললে বিশেষ উপকার মিলবে বলে মনে করছে গুগল।